কতদিন হবে! কখন কি মনে !! এসছিলাম কাজে,
কাজের ফাঁকে ফাঁকে, ভাবি তাই মাঝে মাঝে।
আজ বড় অসময়! সময় অসময় অকারণে
অযথাই বকাঝকা অন্যের কারণে।
সেই কবে ! এসেছিলাম দেশসেবার কাজে!!
কারণে অকারণে অপমানিত ক্ষণে ক্ষণে!
ভাগ্য দোষে, নয় নিজ কর্ম গুনে।
হয়ত এখানে না এসে অন্য কোথাও গেলে,
এমন অপমান সইতে হতো না অন্যের ভুলে।
সেই কবে এসেছিলাম ভাগ্যগুনে!
আমি শ্রমজীবি মানুষ তাই,
অশ্রাব্য কথা শুনতে হয়। এলিটদের কাছ থেকে
অকারণে নিত্য ক্ষণে ক্ষণে।
আমার যে কাজ আমি করি তাই
কাজে ফাঁকি কিংবা অন্যের সাথে ভাগ করি নাই।
অকারণে অপমান ! নিয়তির সাথে একাকার,
কে দেখাবে পথ! এখান থেকে বের হবার।
কাজের ফাঁকে অকারণে অপমান,
নিম্নশ্রেণির কাজ তাই কেউ করে না সম্মান।