কি হবে গণতন্ত্র পেয়ে! যদি বালক-বালিকা
স্কুল ড্রেস পরে স্কুলে না যায়!
পথে-ঘাটে বকাটেদের উৎপাতে
মা-বাবারা থাকে অসহায়।
কি হবে গণতন্ত্র পেয়ে! যদি নদীমাতৃক দেশে
নৌকার পালে হাওয়া না লাগে।
নদীতে ঘের দিয়ে মাছ চাষ করে
নদীর গতিপথ বন্ধ করে !
প্রশাসন আর নেতার ছত্রছায়ায় থাকে দাপটে।
বন্যায় ক্ষেত, ঘর-বাড়ি, রাস্তা নষ্ট হলে
মাছ দিয়ে কি হবে! ভাত যদি না জোটে!
কি হবে গণতন্ত্র পেয়ে! যদি মুক্তিযোদ্ধাদের
সম্মান দিতে না পারি কথায় কাজে,
মুক্তিযোদ্ধাদের এখনো টিটকেরি করি!
ইতিহাস না জেনে গুজব রটিয়ে
মুক্তিযোদ্ধার ইতিহাসকে অহরহ কলুষিত করি!
কি হবে গণতন্ত্র পেয়ে! যদি গণতন্ত্র শুধুমাত্র
রাজনৈতিক বক্তৃতা সর্বস্ব হয়,
নেতা-নেত্রীর মুখে স্বর্গ অথচ স্বাদ না পাই।
ধনিকতন্ত্র আর দুর্নীতির কাছে অসহায়
পিছে পুঁজিবাদ এসে মুক্ত অর্থনীতিকে গিলে খায়
নিম্ন মধ্যবিত্তের মানুষগুলো থাকে বড় অসহায়!
দুর্নীতির কাছে মুক্তঅর্থনীতি যায় যায়।
কি হবে গনতন্ত্র পেয়ে! যদি অর্থ আর দাপটে
আইনের চোখ সর্বদাই অন্ধথাকে , বটে!
আইনজীবিরা ধর্ষক আর খুনির পক্ষ নেয়।
আইন রক্ষাকারির হাতে জনগন মারা যায়,
আইনের ভয় দেখিয়ে ইয়াবা পকেটে দিয়ে
টাকা না দিতে পারলে ক্রসফায়ারে দেয়।
কি হবে গণতন্ত্র পেয়ে! যদি রাস্তায় অজ্ঞাত লাশ
ছুরিকাঘাত কিংবা বুলেট বিদ্ধ আমাদের চারিপাশ।
অনৈতিক কাজ আর প্রতি পদে পদে ঘুস!
(১১ আগস্ট ২০১১)