একটু ভেবে দেখেছ কি!
ঐ পেট্রোল বোমা, ককটেল যদি
তোমার মা-বাবার গায়ে লাগে
তখন কেমন লাগবে!
তুমি দেখনি বার্ণ ইউনিটের আর্তনাদ!
বিভীষিকাময় বিমূর্ত করুণ রূপ
বিভৎস দৃশ্য।
কয়েকদিন জ্বলে-পুড়ে, পরিবারকে ডুবায় হতাশায়;
অনিশ্চয়তার সাগরে ডুবিয়ে মৃত্যুর কাছে পরাজয়।
তোমরা দেশের কথা বলো,
মানবতার কথা বলো;
দেশের জন্য, মানুষের জন্য দলীয় স্বার্থে
অবরোধ-হরতাল দাও দেশ বাঁচাতে!
তবে, মানুষ পোড়াও, হত্যা করো কেন?
মানবতার নামে ভণ্ডামির রাজনীতি যেন।