মানুষ পুড়িয়ে, খুন করে মানবতার রাজনীতি;
               দেশপ্রেমের নামে ছড়াচ্ছ ভয়-ভীতি।
ছোট বাচ্চাদের হাতে ককটেল, অস্ত্র তুলে দিয়ে;
             হরতাল-অবরোধ ডাকো গুজব রটিয়ে।
আরাম কেদারায় বসে টিভি, নেটে চোখ রাখো;
     আর নাশকতার নতুন পরিকল্পনার ছক আঁকো।
এ কোন মানবতা! এ কেমন রাজনীতি!
                      এ কেমন মানবতার দেশপ্রীতি!
তোমরা অবরোধের নামে ছিন্তাই শেখাচ্ছ,
         এর পরিণতি খুবই ভয়াবহ দেখতে পাচ্ছো।
ওরা বলে, ওদের ক্ষেপিয়েছ;
                          ওরা একটা বুলেট বোমা।
মুক্তবুদ্ধির বিবেকগুলো চোখ বুজে ঘুমা!
                হায়রে মানবতা! হায়রে দেশপ্রেম!
উগ্র লেবাসে কি চমৎকার ধ্বংসের গেম।