এ দেশ তোমার আমার, আমাদের
আর কেউ সহিংসতা করো না;
মহৎ প্রাণ লোকেরা উদ্যোগ নাও মানবতা রক্ষার্থে।
তুমি আমি আমরা সবাই মানুষ
তবে কেন পশু হয়ে যাচ্ছি!
ইসলাম শান্তির ধর্ম, মানবতার কথা বলে।
তবু কেন সহিংস করছি কৌশলে!
মা-মাটি-মাতৃভাষার এই আমাদের স্বদেশে,
সব ধর্মের ধর্মীয় স্বাধীনতা সমান বসবাসে।
জাতি-ধর্ম-বর্ণ-গোত্র এ বঙ্গে সবাই সমান,
তবে কেন স্বজাতিকে হত্যা করে করছি খানখান।
পেট্রোল বোমা ছুড়ে আগুন দিচ্ছি,
হীন দলীয় স্বার্থে স্বদেশীকে দগ্ধ করছি।