দেশ রক্ষার কথা বলে মানুষের হত্যা করো,
আর দলীয় স্লোগান ধরো।
আয়ামে জাহিলিয়ার চেয়েও অধম,
শতধিক এসব নরপশুদের! ওদের নেই শরম।
অসহায় আজ দেশজনতা, নিরীহ পথচারি;
শান্তির জনপদ আজ আতঙ্কিত, শোন ঐ আহাজারি।
সহিংসতা আরও সংঘাত আনে,
বিভ্রন্তি ছড়াও না জনমনে।
অহিংস আন্দোলন মানুষকে মুক্তি দেয়,
স্বার্থ হাসিলের নব নব পথ দেখায়।
দেশ জনতা একই পতাকাতলে দাঁড়ায়,
দেশ তার আপন পথ খুঁজে পায়।
সহিংস দলীয় স্বার্থ,
ভূলুণ্ঠিত দেশের স্বার্থ;
হায়রে দেশপ্রেম মানবতা!
স্বাধীন দেশের প্রতি এই জনতার মমতা।
আমরা কোথায় চলেছি, না বুঝে, দলীয় স্বার্থে!
ক্ষমতার লোভে দেশবিরোধী ষড়যন্ত্রে।
(০৫ জানুয়ারি ২০১৪)