আমরা হারিয়ে খুঁজছি অসাম্প্রদায়িকতা আর মানবতা,
এ দু’টির অণ্বেষণে আমরা উদগ্রীব।
আমাদের ছিল।
হারিয়েছিলাম শোষণ-অপশাসনের আমলে।
মুক্তির অণ্বেষণে, বাঙালির মুক্তির দীপ্ত শপথে।
আমরা ফিরে পেয়েছিলাম লাল-সবুজের পথে;
গৌরব ঐতিহ্যে আমাদের ছিল পারস্পরিক মমতা,
বাঙালির অসাম্প্রদায়িকতা আর মানবিকতা।
পঁচাত্তর পরবর্তী শাসনে অবক্ষয় হতে থাকে
বাঙালির মূল্যবোধ।
সাম্প্রদায়িকতার হিংস্র থাবায় ধ্বংস জাতীয় মূল্যবোধ,
সংবিধানে চলে অস্ত্রপাচার।
বহু ধর্ম-বর্ণের এদেশে চলে ধর্মীয় উগ্রবাদের প্রচার।
সাম্প্রদায়িকতা হলো জাত্যভিমান ও ধর্মীয় বিদ্বেষ,
মানবিক গুনাবলীকে কলুষিত করে। করে নিঃশ্বেষ।
সাম্প্রদায়িকতা দেশ জাতি রাষ্ট্রের জন্য ক্ষতিকর,
ছুঁড়ে ফেল জাত-বর্ণ-ধর্মের যত আছে অহংকার।
সকল সৃষ্টি তো সেই মহান প্রভুর সৃষ্টি,
মিলেমিশে থেকে মানবিক গুনাবলীর দিকে দাও দৃষ্টি।
(১৬ জুলাই ২০১৬)