সবার চাহিদা কি সমান হয়!
                  সবার চাহিদা সমান নয়।
গরিবের চাহিদা এক রকম,
    ধনি বা এলিটের চাহিদা অন্য রকম।
নেতার চাহিদা এক রকম,
             জনতার চাহিদা ভিন্ন রকম।
কোটিপতি সে তো
          টাকার (সম্পদ) স্বপ্নে বিভোর,
আস্তাকুড়ে পড়ে থাকা
               মানুষের রাখে কেউ খবর।