চাওয়া-পাওয়ার বেদনা,
             সর্বদা অতৃপ্তি। নেই নেই ভাব,
ওর আছে আমার নেই,
         না পাওয়ার বেদনায় জ্বলে স্বভাব।
বেতন যাই হোক একটি চাকরি চাই,
      চাকরি পেয়ে কাজ না করার বাহেনা,
বেতন বাড়ে না, প্রমোশন দেয় না,
                          এখন মনোবেদনা।