অল্পতে তুষ্ট খুবই কম,
          ক্রমন্বয়ে বাড়ে চাহিদার ভয়,
যখন কিছু ছিল না তখন
           চাই শুধু মাথা গোঁজার ঠাঁই।
তারপর আরামদায়ক জীবন ব্যবস্থা,
                 গাড়ি-বাড়ি বিনোদন;
যে যত বেশি পায়, সে আরো চায়।
               হোক সে অবৈধ অর্জন।