চাহিদা মানষিক রোগ,
       ওর আছে আমার নেই, দীর্ঘশ্বাস!
চাওয়া-পাওয়া সীমিত থাকলে,
                সংসারে বইবে সুবাতাস।
মানব সংসার হবে শান্তিময়
          তবে সবার চাহিদা সমান নয়,
মানুষ যেমন বিচিত্র,
   তেমনি চাহিদাও বিচত্রি, এখানে ভয়।