মানব জাতির, চাওয়ার শেষ নাই, আরো আরো চাই;
অভাবে স্বভাব নষ্ট, চাহিদার কোন শেষ নাই।
চাকরি হলে বিয়ে গাড়ি-বাড়ি, একটা হলে আর একটা;
চাওয়া-পাওয়ার সংসারে বদলাতে পারি না স্বভাবটা।