সেথায় থাকবে না ভেদাভেদ
ঘৃণা বিদ্বেষ পরশ্রীকাতরতা,
বিভেদ-ভ্রান্তি ভুলে, ঊষার
আলোর মতো থাকবে একতা।
দোষ আমাদের, যোগ্যতার
চেয়ে আরো বেশি বেশি চাই;
অসৎ উপায়ে! অবৈধ পথে
সম্পদ গড়ে ধনি হতে চাই।