চাওয়ার হাহাকারে হারাই
সুখী সমৃদ্ধি সম্প্রীতির দেশ,
হতাশায় ভীড়ে হানাহানি-
মারামারিতে বাড়ে বিদ্বেষ।
সুশাসনে থাকলে, থাকবে
প্রতিযোগিতা-প্রতিদ্বন্দিতা;
মানবতায় ভরবে সম্প্রীতি
সহযোগিতা সহমর্মিতা।