কেউ কবিতা-উপন্যাস লিখে জীবন কাটায়,
কেউ কবিতা পড়ে কিংবা আবৃতি করে আনন্দ পায়।
কারো কাজ সব কিছুতেই সমালোচনা করা,
বিচিত্র এ জগতে মানুষের বিচিত্র জীবন ধারা।
আমাদের চাওয়া-পাওয়া অভাব অভিযোগের শেষ নেই,
প্রত্যাশা আর প্রাপ্তি নিয়ে জীবনে হাহাকারের জুড়ি নেই।