কেউ জনতার কোলাহলে আনন্দ পায়,
কেউ নির্জনতার নীপবনে একাকি হারায়।
কেউ চায় বন্ধন, বন্ধুত্ব জুড়তে,
কেউ চায় মুক্তি, মুক্ত বিহঙ্গে উড়তে।
কারো পছন্দ কাজ কিংবা সাজ,
কারো আবার অলসতা কখনো বা লাজ।
কেউ আনন্দ পায় ব্যথা দিতে, কেউ কষ্ট পেতে;
কারো পছন্দ গান গাইতে, কেউ ব্যস্ত গান গাইতে।