কেউ টাকা চায়, কেউ ক্ষমতা চায়;
               কেউ দামি দামি গাড়ি চায়।
কেউ আমোদ ফুর্তিতে ঘুরতে চায়,
                  কেউ সম্মান ক্ষমতা চায়।
কেউ চায় ক্ষমা করে দিতে,
                কেউ চায় প্রতিশোধ নিতে।
কেউ শুধু ভালোবাসা চায়,
      কেউ আলোকিত বিখ্যাত হতে চায়।