কাজের প্রতি অতৃপ্তি, নেই নেই ভাব;
না পাওয়ার বেদনা , আমাদের স্বভাব।
চাওয়া-পাওয়ার ব্যবধান, অর্থের অসঙ্গতি;
যোগ্যতা না থাকুক, বড়লোক হতে চাই রাতারাতি।