যে তুমি চাকরির জন্য ইণ্টারভিউ নিতে
সেই তুমি চাকরি দেয়ার জন্য ইণ্টারভিউ নিচ্ছো।
আত্মতৃপ্তিতে, আত্মঅহংকারে ভুগো না কখনো বন্ধু,
দুঃখ-কষ্ট জয় করলেই তুমি পাবে সপ্তসিন্ধু।
একটি স্কুল সার্টিফিকেটে সময় লাগে দশটি বছর প্রায়
যে যেমন মেধা-শ্রমের চর্চা করে, সে তেমন পায়।
জেগে ওঠো বন্ধু, জেগে ওঠো এই তো সময় বেশ,
তুমি জাগলে জাগবে সোনার বাংলাদেশ।