তোমার যোগ্য স্থান তোমাকেই তৈরি করতে হবে,
জেগে ওঠো, তোমার মেধা-শ্রম তোমাকে স্থান দিবে।
সরকারি চাকরি করতে হবে এমন তো কোন কথা নয়,
ব্যবসায় মন দাও, দেখবে বিশ্ব দিবে তোমার পরিচয়।
যা আছে তাই নিয়ে কর্মক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো,
দেখবে তোমার সাথে বাংলাদেশ জেগেছে।