বাংলার সূর্য সন্তানেরা বলছে, ঐ শোন--
আমরা জীবন দিয়েছি, মান দেয়নি। জেগে ওঠো ভাইবোন।
বীর শহিদেরা চিরকালই বীর থাকে, নোয়ায় না শীর;
কাপুরুষ, ভীরু, দূর্বলেরা বিক্রি করে দেশ-মাতা-জননীর।
সময় এসেছে জেগে ওঠার
জেগে জেগে ঘুমায়ো না আর।