জাগো বন্ধু জাগো, তোমরা জাগলে জাগবে বাংলাদেশ;
ঐ দেখো বাংলায় নতুন সূয উঠেছে,
আমার সোনার বাংলা আবার জেগেছে;
জেগেছে বাংরাদেশ।