তারুণ্যের দীপ্ত আহবানে জেগেছে দেশ,
নতুন এক বাংলাদেশ।
বাংলার বুকে ঘুরে, রাজপথে দাঁড়িয়ে দেখি
জন জাগরণে এক বাংলাদেশ।
দুয়ার খুলেছে জেগেছে স্বদেশী প্রাণ
সতেজ নবীনের বাংলাদেশ।
অপরাজনীতি আঘাত হানছে শহিদ মিনারে
জেগে ওঠো বাংলাদেশ।
নবীন প্রজন্মের পবিত্র চেতনায় স্বদেশ
জেগেছে বাংলাদেশ।
(০৩ মে ২০১৩)