সময় পেরিয়ে ভাবনাগুলো
উঁকিদেয় জীবন সঞ্জীবলায়,
তারপর একে একে ডানা মেলে
একদিন স্বপ্নের কল্পনায়।
প্রতীক্ষার বাস্তবতা গুলো কর্মক্ষেত্রে
প্রতিদিন স্বপ্ন খোঁজে,
হেঁটে চলাপথের জীবন কথাগুলো
সোনাঝরা রোদে হাসে।
বুকে টেনে নেয় ভাবনার আনন্দ
অজানা স্পন্দনে স্রোতের মতো ছুটে চলে।
দলছুট পাখির মতো প্রতিশ্রুতিগুলো
পিছুটানে ভাবনার দোলাচালে,
বুকের মধ্যে অব্যক্ত বেদনাগুলো
তামাশা করে কালবেলায়,
প্রকৃতির কাছে আপন জিজ্ঞাসায়
দোষ যেন অভিশাপ বিষাদের বেদনায়।
(০২ জুলাই ২০১৭, রবিবার)