শতবর্ষের ধুলিচাদর সরিয়ে জেগে ওঠে জাতি,
“জয় বাংলার” উচ্চারণে ভ্রান্তি ভোলে জাতি।
জয় বাংলার শক্তি দিয়েছে স্বাধীন রাষ্ট্রের সন্ধান,
এক হয়েছিল দূর করতে বিজাতির সে অপমান।
স্বাধীন দেশের পথে শতবর্ষ পেরিয়ে সে স্লোগানে,
জাত্যাভিমান ভুলে চেনা পরিচয় পেয়েছিল প্রাণে।
(২৬ এপ্রিল ২০১৭, ০২ বৈশাখ ১৪২৪)