আকাশে ভোরের আলো কিঞ্চিৎ কাঁপাকাঁপা
                   ঈষৎ রক্তিম আভা,
পাখীকূল জানিয়ে দেয় দিনের সূচনা;
      বাসা বৃৃক্ষ থেকে উড়ে উড়ে
                আনন্দ নত্য কলরবে।
নিরন্তর ছুঁটে চলে ভোরের আলোয়,
        সোনালী মাঠে খাদ্যের সন্ধানে,
ক্লান্তির আবেশ ছেড়ে দৃষ্টির আলোয়।
ছুটে চলে কর্মক্ষেত্রে আপন কাজে
           সারাদিন কাটে তারই মাঝে।
নানা উত্থান-পতন, ঘাত-প্রতিঘাত
দিনযাপনের গ্লাণি অথবা মধুর স্মৃতিতে আতাত।
কর্ম কোলাহলে জড়িয়ে ধরে আলস্যে ভৃত্যে
           সূর্য ছুটে চলে গোধুলির রাঙা পথে!
পাখির কুঞ্জনে মুখরিত গ্রাম-বাংলায়,
    জোনাকি পোকার আলো জানান দেয়;
বিশ্রাম। আগামী দিনের ছবি
নিস্তব্ধ বসুন্ধরায় সকল আঁধার ঠেলে উঠবে রবি।
দিনের গ্লাণি শুষে রাতে কোমলায় মন ভরে
           ভোরের আলোয় ভাসবে সোনালী রবি।