মাত্রাতিরিক্ত অর্থ সুখ দেয়নি, দিয়েছে অনৈতিক কর্ম;
মাত্রাতিরিক্ত অর্থই করায় জীবনের সব অপকর্ম।
আমাদের জীবনে বেশি প্রয়োজন সুস্থ্য জীবন,
সুন্দর পরিবেশ।
অতিলোভ, অতিমুনাফা, অর্থ পাচার ধ্বংস করছে দেশ।
লোভে নদী দূষণ, বায়ু দূষণ সর্বত্রই পরিবেশ দূষণ;
অবৈধ পথে অতি মুনাফাই যেন আমাদের ভূষণ।
লোভের অর্থ-সম্পদ আমরা কি করতে পারিভোগ!
বরং বাড়িয়ে দিই দেশ-জাতি তথা নিজের দুর্ভোগ।
অবৈধ উপরি আয় আর কালোবাজারির কারবার
দেশকে ঠকিয়ে ঠকছি সবাই বারবার।
কথায় বলে,‘ অতিলোভে তাতি নষ্ট’
দুর্নীতি করে আমরা হচ্ছি নীতি আর পথ ভ্রষ্ট।
ইহকাল পরকাল আখিারত সবকিছু ভুলে
অতিমুনাফার লোভে অর্থের পিছে ছুটছি সবাই মিলে।