চারিদিকে আজ আমাদের একমাত্র পাথেয়
                                অর্থ সম্পদ অর্জন,
বৈধ-অবৈধ যে পথেই হোক,  
                 গাড়ি-বাড়ি, অর্থ-সম্পদই জীবন।
অর্থ সম্পদের পিছনে ছুটতে ছুটতে জীবনখানি!
           শহিদ হতে প্রস্তুত, তবু হতে হবে ধনি।
অর্থ-সম্পদ বাড়াতে ছুটছি দ্বিগুন গতিতে,
অতিলোভে ভেজাল কিংবা কেমিক্যাল মিশিয়ে।
            ক্ষতি করছি নিজ তথা দেশ-জতিকে।
বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন,
    (অর্থের জন্য কি বাঁচা! নাকি বাঁচার জন্য অর্থ)
তাই বলে, মাত্রাতিরিক্ত অর্থের কেন এতো প্রয়োজন।
            মনীষিদের বাণী, ‘অথই অনর্থের মূল’।
ধর্ম-কর্ম ভুলে অতি অথ-সম্পদের পিছনে ছোটা
                                    জীবনের বড় ভুল।