আমাদের সর্বনাশ আমরাই করছি সবসময়,
অতিলোভ আর অতি মুনাফার আশায়।
মাত্রাতিরিক্ত ক্যামিক্যাল ব্যবহার করে করে,
রোগে শোকে ভুগে, ঘুরছি ডাক্তরের দুয়ারে।
অর্থের প্রয়োজন আছে সকলের,
প্রতি পদে পদেই প্রয়োজন অর্থের।
জীবনের জন্য অর্থ, অর্থের জন্য জীবন নহে;
সবাই ছুটছি অর্থের লোভে , সম্পদের মোহে!
আজকে আমাদের ধারণা এমন
বেশি অর্থ জীবনে, যেন সফলতা আর সুখ ততক্ষণ;
সফল জীবন আর সুখের সন্ধানে
পাই বা নাপাই, ছুটছি ধনি-গরিব সবাই,
অর্থের পিছনে।