আমাকে যে কাঁদায়ে গেল অকারণে
ক্ষমা করব না তারে,
সে যেন কাঁদে, আমার মতো এমনি করে!
আমাদের মাঝে যে ঢুকিয়েছে বিষবাষ্প
সে যেন দংশিত হয় সেই বিষে।
বিবেক দংশিত হয় যেন বারবার,
যে কাঁদিয়েছে , সে যেন কাঁদে বার মাস।
আঘাত করেছে আমার অনুভূতিকে,
শুনেছি শুধু অভিযোগ
ভুল বুঝে! সে আঘাতে হৃদয় চুরমার।
কেঁদেছি নিরবে নিভৃতে
তারা ঠাট্টা ,বিদ্রুপ ,উপহাস করেছে।
তৃতীয় পক্ষের কথা শুনে নেচেছে।
হৃদয় ক্ষততে আমি অসহায়!
সে ক্ষত এখনও কাঁদায়।
আমি তাদের বুঝাতে পারিনি,
দোষ খুঁজতে তারা পিছু ছাড়িনি।
তারা সংখ্যায় বেশি
তারা ধ্রুত, বিজ্ঞ কিংবা অজ্ঞ!
আমি বোঝাতে পারিনি , এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি
বুঝেও বোঝেনি , বেড়েছে রেশারেশি।
আমি কেঁদেছি বারবার।