ভুলে গেছো তবে বেশ
এতো দিনের ভালোবাসা,
অতীতের স্মৃতি আজ মিথ্যা
না কি ! ভুলেছো সব আশা;
শেষ ভরসাটুকু সব দিয়েছো মুছে
আমার স্মৃতি তুমি পাবে ক্ষণে ক্ষণে,
কোন ছলনা ছিল না আমার মনে।
নেই কোন মিথ্যার বেসাতি
তবে, কেন আজও ভুলে আছো তুমি।
দিনের ক্ষণে ক্ষণে ভাবি মোবাইল কল
এই বুঝি এলো! এই;
রাতের আঁধারে ভাবি নীরবে!
অবশেষে ভাবি ঠিক তবে ভুলে আছে।
সে সব স্মৃতি মিথ্যা আর ছলনা
হয়ত বা তোমার আঁখিতে ভাসে না
স্মৃতিময় সে সব ছবি!
অস্ত গিয়েছে কি তোমার ভালোবাসার রবি!
মিথ্যা ছলনায় মোরে করেছো শেষ,
তবে তুমি পারো বেশ!
তবুও খুঁজে দেখো স্মৃতিতে পাবে মোরে
তোমারই মণিকোঠরে।