স্পর্শ ছোঁয়ায় ভিজিয়ে দেবে মোরে
দৃষ্টি ফেরানো যায় না
এমন মিষ্টি হাসি হেসে!
কাশফুলের নরম ছোঁয়ায়
হেমন্তের খণ্ডমেঘের বেশে।
দোদুল বুকে বৃষ্টি ঝরা গানে
স্পর্শ ছোঁয়ায় ভিজিয়ে দেবে মোর প্রাণে!
আলতা রাঙা নরম ঠোঁটে
কাঁপন ধরা দৃষ্টিবানে
মনভোলানো মিষ্টি গানে,
ভিজিয়ে দেবে মোরে।
ফাল্গুনের নব পল্লবে
আমের বোলে মৌমাছির গুঞ্জনে
বিছিয়ে দেবে দীঘল কালো চুল
মুছে ফেলে মনের কালিমা ভুল।
স্বপ্নঘেরা সুখের আলাপনায়,
স্পর্শ ছোঁয়ায় ভিজিয়ে দেবে মোরে!
সন্ধ্যা প্রদীপ জ্বেলে ,
আঁধার কালো রাত পেরিয়ে
প্রভাত আলোর মতো জীবন আলো করে
ভিজিয়ে দেবে মোরে।
যে ছোঁয়া শুধুই বুকে বাজে
যখন বাড়ি ফিরে দিনের শেষে
আলতো হাতের ছোঁয়ায়
ভিজিয়ে দেবে মোরে!