দৃশ্যাতীত পর্দায় ফিরে আসে পুনর্বার
সবুজ কবিতার সময়ের কলমে,
জাগরণের পথে, মর্মে মর্মে।
অনুভবের রক্ত সঞ্চালনে!
দৃশ্য পর্দায় ছবি আঁকে ভাবাতুর প্রেমে,
ঊষা কিংবা গোধুলির মিলন বেলায়;
দিগন্তে প্রাচ্য নটীর উড়ন্ত প্রতিবিম্ব সেথায়।
অনন্ত বিমর্ষে ডোবে মায়ার শিকল,
উদ্দীপনা আর সজীবতা বাড়ে দৃশ্য পর্দায়;
অস্থিরতার দূরাভাসে সিক্ত আবেশে।
(১৫ সেপ্টম্বর ২০১২)