বছর ঘুরে আবার এসেছে আমাদের
                         বিজয় গৌরবের দিন,
বাঙালির হাজার বছরের শৌর্য-বীরত্বের
                             অবিস্মরণীয় দিন।
স্বাধীন ভূখণ্ডের অস্তিত্বে বিশ্ব মানচিত্রে
       বাংলাদেশ প্রতিষ্ঠার বিস্মরণীয় দিন,
দেশ-জননীর পরাধীন দৈন্য মলিনতা মুছতে
             বীর বাঙালি শোধ করেছিল ঋণ।
জাত-বর্ণ-গোত্রের ঊর্ধ্বে সাম্য-মৈত্র গর্বের
             ফাল্গুনধারা আমাদের এ বিজয়,
বিশ্বমানচিত্রে স্থান নিয়ে বিশ্ব সভায়
       জেগেছে বাংলাদেশ বীরের মর্যাদায়।
ঘাত-প্রতিঘাতে আশাভঙ্গ হয়নি
       দ্বিপ্রহর জেগেছিল বীর মুক্তিযোদ্ধরা,
তাই তো বিজয় তোমার, বিজয় আমার,
মুক্ত বিহঙ্গের আকাশে উড়া স্বাধীনতা সেরা।
মহিমান্বিত বিজয় প্রেরণার আবেগ জড়িত
             বীর বাঙালির আত্মপ্রকাশের দিন,
মুক্তচিন্তার প্রগতিশীল বিজ্ঞানমনস্ক মানবিক
             বাংলাদেশ গড়ে শোধ করব ঋণ।
ষোল ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে এলো
        স্বাধীনতা অর্জন। মহান বিজয় দিবস,
হাজার বছরের শোষণ বঞ্চনার ইতিহাস
             পেরিয়ে মহান মুক্তিযুদ্ধে সাবাস।
সম-অধিকার, পরমতসহিষ্ণুতা, গণতন্ত্রে
     মৌলিক অধিকার, মুক্তিযুদ্ধের স্বার্থকতা;
রক্তস্নাতপথে, বিজয়ের রথে সবাই
সাম্য-মৈত্রীতে থাকব ভেদাভেদ ভুলে একতা।
শোষণ-বঞ্চনা-নীপিড়নে বাংলা জেগেছিল তার
    স্বরূপ চেতনায়, এ যে নবজাগরণের সূচনা।
(রচনাকাল: ০৬ ডিসেম্বর ২০১৯)