মুখরিত ধ্বণিতে জাগে বঙ্গ
                শিহরিত মন সবার অঙ্গ,
যেন হৃদয়ে কাছে টানে
             মেতে ওঠে সময়ের গানে।
সময়ের মাঝে জীবনের জয়
            তবু দেখ, মরার এতো ভয়!
গানে গানে মহাকাব্যের বিজয়
      মৃত্যুতে সমাপ্তি, জানো সুনিশ্চয়!
থেমেছে পদচারণা, আছে চিহ্ন
       এখানেই তুমি অন্য থেকে ভিন্ন।
মুখরিত প্রকৃতি, গানে এ বঙ্গ
           বিচিত্র শোভায় অপরূপ অঙ্গ,
ধন্য তব ধন্য মমতার বঙ্গ
    রূপের দেশ আমার কবিতার অঙ্গ।
         (০৯ জুলাই ২০১২)