অভিমানী গভীর বেদনায়
বারোটি মাস কাটে ভাবনায়!
আজও খুঁজে ফিরি বারবার
ভীড় করে বুকে অজানা হাহাকার,
ভাবনা চিন্তার ভাঁজে ভাঁজে দৈন্য
আমরা দীনহীন আর নীতিতে জঘন্য।
আমরা যে লোভী অতিলোভী
নিজের স্বার্থে ধ্বংস করি সবই।
কাজকর্ম ভাবনায় উদাসী।
শত্রুকে প্রশ্রয় দিয়ে নিজ ভূমে পরবাসী!
সব হারিয়ে আপনাকে খুঁজি বারবার,
নৈতিক অধঃপতন ঠেকানো দরকার।
মুক্ত ভাবনায় কতোটা দেশপ্রেমিক!
আপন কর্মকে সেরা করতে কতোটা আন্তরিক!
আজও গাই স্বাধীনতার গান,
দুর্নীতির কাছে জুড়ায় কি প্রাণ?
বাড়ছে জনসংখ্যা, ঘরে ঘরে বেকার
বারোটি মাস চিন্তায় কাঁটে দেশ আজ কার!
আমি বারবার খুঁজি সমস্যা সমাধানের পথ,
দেশপ্রেমিক জনতা দেশের তরে হও একমত!
মুক্তির কথা ভাবো! ভাবনায় আনো দেশপ্রেম।
(২২ নভেম্বর ২০১০)