চারিদিকে নিঝুম!
দেয়ালে ঘড়ির টিকটিক আওয়াজ,
নিস্তব্ধতার মাঝে হাতুড়ি পেটানোর শব্দ।
সবাই শান্তিতে ঘুমোচ্ছে,
জেগে থাকি একা,
ল্যাপটপে চোখ রাখি - -
রাত ৫টা ২০ বাজে,
রাত প্রায় শেষ, প্রচণ্ড মাথাব্যথা!
হেমন্তের প্রথম প্রহর
বাইরে মিষ্টি শীত মেশানো গ্রাম-শহর!
একটু পরেই পূবাকাশে উঁকি দিবে রবি,
সোনালী আলোর প্রভাত ছবি।
আমার কাজে দিই না ফাঁকি,
সারারাত ল্যাপটপে ডুবে থাকি।
ফেসবুকে খুঁজি অজানা তথ্য,
ভাবনাহীন জীবন ইতিহাস।
এই নিস্তব্ধ নিশুতির মাঝে
কেটে যায় ঘুমহীন রাত।
(২২ অক্টোবর ২০১১)