বৈরিতা আর সখ্যতার মাঝে অনন্ত অভিসার,
আবহমান কালের চলমান এ বিশ্ব সংসার।
কেউ ভাবে অতীন্দ্রিয় রহস্যময় মায়াবী এ জগত,
আবার অন্যজনের বীক্ষণাগার জীবন সমেত।
আমাদের অস্তিত্ব আমাদের ধর্মীয় ভাবাদর্শ,
স্রষ্টার সৃষ্টি মহাপ্রাণ। শান্তির আদর্শ, নহে মতাদর্শ।
(২৪ ফেব্রুয়ারি ২০১০)