অমোঘ সত্যের আবরণে
চাঁদনী প্রহর রাতের সেই বন্ধনে,
আজও ভাবনায় রাত কাটে
স্বপ্ন জাগরণের হিয়ার তটে।
যৌবনের বর্ষণে ভিজে ভিজে
উতলা হাওয়ার ভাঁজে ভাঁজে,
নিদারুণ কষ্টের ভীড়ে
স্মৃতির কোনে জমা সেই শীতল নীড়ে।
মাতাল হাওয়ায় দোলে চুল
দিশেহারা তৃষ্ণায় ব্যাকুল,
অথৈ বায়ু সাগরে অহ ির্নশ ব্যবধান
উষ্ণ বন্ধনের জোয়ারে ভাসা আহবান।
যেন এক অদৃশ্য সেতুর বন্ধন
কী গাঢ় বন্ধন! কী ভীষণ আত্মিক টান,
সেই ভাবনায় কাটে রাত, সহসা আসে
এক নিমিষে চোখে ভাসে।
স্বপ্ন উড়ে যায় দূর অজানায়
মেঘ কেটে যায় দু’জনা প্রতীক্ষায়।