অপরূপ রূপের লীলাভূমিতে,
রঙবদলের খেলা চলে প্রকৃতিতে।
ক্ষণে ক্ষণে বদলায় রঙ,
এ যেন বাংলার ষড়ঋতুর ঢং।
রূপ রস রঙ গন্ধে বৈচিত্র,
আহ! গ্রাম বাংলা কি সৌন্দর্য।
সবুজের অবারিত ফসলের মাঠ,
শাপলা ফোঁটা পুকুর ঘাট।
কৃষকের প্রাণ সোনালী ধান,
কিচির মিচির শব্দে পুলকিত জুড়ায় প্রাণ।
পল্লীগীতি ভাটিয়ালি বাউল মারফতি গান,
নদীমাতৃক বাংলায় মাঝি-মাল্লারা কণ্ঠে আনে প্রাণ।
অপূর্ব শিল্পী বাবুই এর ঝুলন্ত বাসা,
চৈতালী হাওয়ায় দুরন্ত দুপুরের ভালোবাসা।
জোছনা নিশীথে নানী-দাদীর গল্পশোনা,
নগর-শহর সভ্যতায় আজ তা অজানা।
ছায়াঘেরা শান্তির নীড় ছিল এ জনপদ ছিল একদা,
কালের আবর্তে সময়ের প্রয়োজনে নগর সভ্যতা।
গ্রাম আজ শহর, আলোর ঝলকানি চারিদিক;
নগর সভ্যতায় আচমকা জেগেছে, ডুবিয়ে মানবতা।
(১০ অক্টোবর ২০১৮)