উপহার
এম. মাহবুব মুকুল
আমি বন্দি ! পারবো না উপহার দিতে বসন্তমালা !
চেয়ো না কোন শুভেচ্ছামালা !
গাইতে পারব না আমি ভালোবাসার গান,
মুখ বাঁধা অন্তর কাঁদে ! কাঁদে প্রাণ।
কি কথা বলবে ? বলো !
এমন করে চেয়ো না আর ।
অপরূপ সুরের কল্লোল নেই,
নিষ্প্রভ আমি ! স্বপ্নহীন, গোধুলি বেলায় ।
অন্তর কাঁদে ভালোবাসি তোমায়।
দু’হাতে শিকল পরানো
পারবো না দিতে প্রীতির পরশ
কিংবা নবীন পুষ্পার্ঘ্ ।
কিভাবে হাসি ফোঁটাব বলো !
এ মলিন পরাজিত মুখে ।
চেয়ো না আনন্দ উপহার শুভেচ্ছামালা,
ফুল ফোঁটে , পাখিদের স্নিগ্ধ কলগীত;
ধবংস করেছে ওরা আমার ভালোবাসার গীত।
স্বপ্নহীন নিষ্প্রভ আমি , এ বসন্ত বেলায় !
আজও ভালোবাসি তোমায় ।
আমি বন্দি ! অন্ধকার প্রাচীরে
আমার শুভেচ্ছা নিয়ো কোন এক বসন্ত ভোরে।
আমার দিন কাটে ভালোবাসার গানে,
অপরূপ সুরে –
একাকি ! ভালোবাসান মালা বুনে।