হায়রে টাকার প্রেম! আর কতো সম্পদ-টাকা চাই!
কাজের সততা, জবাবদিহিতার বড় অভাব যে ভাই।
কি দিলাম দেশ জাতিকে! ভাবে না কেউ এখন আর!
কি পেলাম আজ! কতো হলো হিসেব কষে সন্ধ্যার পর।
সুদ-ঘুস দুর্নীতি সেতো অনাবৃত, অবাধে চলে;
যত সুনাম সবকিছু দিচ্ছি ঐ দুর্নীতির হাতে তুলে।
পুঁজিবাদ আর মুক্তবাণিজ্যের এই দেশ-জাতির জনগণ,
আপন স্বার্থ ভুলে, দেশের স্বার্থে জেগে ওঠো এখন।