স্বাধীন দেশ, কি দেয়নি তোমায় ভাবো তো একবার!
মাতৃভূমির স্বার্থে, দুর্নীতি ঠেলে, দেশকে গড়ি আবার।
ভাবছ হয়ত, নীতি আদর্শে থাকলে গাড়ি বাড়ি হতো না,
আজ মরলে কাল, তখন ঐ সম্পদ তোমার র’বে না।
কাজ করো দেশের স্বার্থে। দুর্নীতির সাথে অপোষ করো না,
দেশ-জাতি তোমাকে শ্রদ্ধা করবে, কখনো ভুলবে না।
(১১ জুলাই২০১১)