অর্ধ অনাবৃত আমাদের এ অবিশ্রান্ত শহরে,
মুক্তবাণিজ্যের খেলা চলছে অবাধে আঁধারে।
নীতি আদর্শ ভুলে, তাই আখের গোছাতে ব্যস্ত;
দুর্নীতি করতে করতে সবাই দুর্নীতিতে অভ্যস্ত।
নীতিকথা, নীতিবাক্য থাকে বই আর স্কুলে;
আশ্চর্য! নীতিকথা দিয়ে কি কখনো সংসার চলে!
শিক্ষিত-অশিক্ষিত, ধনি-দরিদ্র নীতিকথা গেছে ভুলে;
স্বাধীন আবাসভূমিকে দিচ্ছি অন্যের হাতে তুলে।