অবাক হয়ে ভাবি
কেমনে ওঠে রবি!
ভূগোল বলে পথিবী গোল
সবকিছুতে বাঁধায় গণ্ডগোল।
উদ্ভিদ-প্রাণি থাকে দাঁড়িয়ে,
মধ্যাকর্ষণের আকর্ষণ ঘিরে।
উল্টোভাবে থাকে কেমনে
নানান প্রশ্ন আসে সামনে?
অবাক বিস্ময়ে ভাবি
কেমনে সবাই ঘুরি,
সবাই থাকি দূরে
আবার সবাই মিলে ঘুরি।
মহাশূন্যে ভাসমান গ্রহ
তার আকর্ষণে ঘোরে উপগ্রহ,
যার বলায়ে সেই থাকে
শূণ্যে ভেসে উল্টে রাখে।
দাঁড়িয়ে পাহাড়,
সাগর বুকের ঢেউ
অজানা রহস্যে,
ছিটকে পড়ে না কেউ।
সৌর জগতের গ্রহ নক্ষত্র
নিজ কক্ষপথে ঘোরে সর্বত্র,
দিন-রাত ধরে চলে আহ্নিক গতি
বছর ঘুরায় বার্ষিক গতি।
(০১ ডিসেম্বর ২০১৮)