নির্জনতায় নক্ষত্রে ঐক্যটান
সোনালী প্রেমের প্রিয় ঘ্রাণ,
আকাশ মেঘের আবেশী প্রাণ
নিবিড় সখ্যতায় উচাটান।
প্রিয় নারীদের উপাখ্যান
নান্দনিক কারুকার্যের উপটান,
সোনালী আলোয় সমাধান
আমার কাছে সবাই সমান।
গড়তে হবে ভালোবাসার উদ্যান
ভেদাভেদ ভুলে সাম্যের গান,
নবীন যুব সমাজই বাংলার প্রাণ
সবাই মিলে রাখব বাংলার মান।