নদীর বুকের মতো প্রাণবন্ত উচ্ছ্বাসে,
কে জাগালে ঢেউ! মধুর বসন্তে এসে।
চাহনিতে মায়া , হৃদয়ে উচ্ছ্বাস!
দুরন্ত বিরহ ব্যথায় সর্বনাশ।
রূপ মাধুরির চাহনিতে বৃষ্টিস্নাত নর-নারী,
মিলনের উচ্ছ্বাস-উদ্বেলতা তারই।
মধুর যামিনীতে কল্পনাভিসারে ,
রঙিন উচ্ছ্বাসে স্মৃতিকাতর প্রেমাভিসারে।
অনুভূতির গন্ধে, উচ্ছ্বাসে ছুঁয়ে যায়,
মানসপ্রতিমা কাঁপে থর থর হৃদয় ভরে যায়।






                                        (২৯ মার্চ ২০১০)