উৎখাত
এম. মাহবুব মুকুল
নাই কোন পথ, আছে উৎখাত,
ধরণীর পরে।
সকলে চাইছে মোরে, ফেলাতে দূরে
দেরি না করে।
কথা নাহি কই, তবুও দোষি হই
দোষিছে মোরে।
কাঁদিয়েছে ওরা, কেঁদে কেঁদে সারা
জীবন তরীর তরে।
ধুলিতে গড়া, এ বসুন্ধরা
ভেদাভেদ কেন আজকে !
মানব দেহ সব, আজ কিংবা কাল শব
থাকবে না এ ধরাতে।
যেতে সবারই হবে, কেহ নাহি র’বে
যতই হোক সে মূর্খ্ জ্ঞানি।
জন্মিলে মৃত্যু, একথা সত্য
বাস্তব ক্ষেত্রে সকলেই মানি।