সেদিন বৃষ্টির মাঝে
ভিজে ছিল দু’জনে,
হঠাৎ ঝড় উঠে ছিল মনে;
চোখেতে চোখ রেখে
চেয়ে ছিল আনমনে।
সেদিন বৃষ্টির মাঝে।
কি যেন তারা বলে ছিল!
হৃদয় দুলে ছিল।
সেদিন বিকেলে ভিজে ভিজে
একাকি এসেছিল।
আর অপলক দৃষ্টিতে চেয়ে ছিল।
হঠাৎ হৃদয় মাঝে মনের কোনে!
এক হয়েছিল দু’জনে।
দুলেছিল আনমনে।
সেদিন ভরা বসন্তের জোয়ারে
আগুন লেগেছিল শিমূল পলাশে
মনের কোনে!
দু’টি মন রাঙিয়ে
গেয়েছিল যৌবনের গান।
এক সুতায় বেঁধেছিল
নবীন দু’টি প্রাণ।
ব্যস্ত শহরের ঠাসা বুনটের ভীড়ে
দু’টি মন বাসা বেঁধেছিল
ইচ্ছে নীড়ে।
মুখোমুখি দাঁড়িয়ে আনমনে,
চোখে চোখে কি কথা বলেছিল
কে জানে!
সেদিন দু’জনে।
(২৩ নভেম্বর ২০১০)