ইসলাম হলো সত্য সুন্দর, মিথ্যা যে কুফর;
জাহেলিয়াত(মুর্খতা) হলো অন্ধকার।
মিথ্যা সব পাপের জননী,
অসত্য আর ভুল সংবাদ প্রচার করাও
মিথ্যার শামিল।
সত্য পাবে না সেথায়,
যেখানে কথায় কাজে অমিল,
মানব হৃদয় সত্যের দলিল।
হৃদয়ের আয়নাতে খোঁজ সত্যের দলিল,
মুমিন হলো সত্যের অনুসারী,
ভণ্ডামি ছেড়ে আমরাও হতে পারি
তাঁদের অনুসারী।
বিপদ আমাদের সম্মুখে, শত্রু চারিদিকে;
সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলো না।
গল্পের ছলেও কখনো মিথ্যা বলো না।
শারীরিক পোষাকে ইসলাম হয় না
অন্তর দিয়ে ভালোবাসতে হয়,
হৃদয়ে পরকালের ভয় ঢোকাও,
নৈতিক চরিত্রে মানবতাবাদী হও।
মুখে ও কাজে সত্যকে সত্য বলতে পারলেই
আদর্শ মানুষ হওয়া যায়।
(রচনাকাল: ০৬ আগস্ট ২০১৯)